পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত জনপ্রিয় পর্যটন স্পট ফাত্রাঝিরি ঝর্ণা দেখতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) বেলা ৪টায় ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরি ঝর্ণায় দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম হাফেজ মেহরাব হোসাইন (১৮)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।
খালে ভেসে আসা নারী পর্যটকের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মেহরাবের সঙ্গে ১৮ জনের এক বন্ধুবান্ধবের দল ফাত্রাঝিরি ঝর্ণা দেখতে গিয়েছিল। ঝর্ণা দেখা শেষে ফেরার পথে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে পাহাড়ি ঢল নেমে আসে এবং খালের পানির স্তর দ্রুত বেড়ে যায়।
ফেরার সময় একটি বাঁশের ডাল ভেঙে গেলে মেহরাব পানিতে পড়ে যান এবং প্রবল স্রোতে মুহূর্তেই ভেসে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী উখিয়া উপজেলা এলাকার মেহরাব হোসাইন নামে এক যুবক ফাত্রাঝিরি ঝর্ণা থেকে ফেরার পথে বিকেল ৪টার দিকে পানির স্রোতে ভেসে যান। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।