গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।এতে বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রুবাইয়াত মো: ফেরদৌস।
এসময়ে আলোচনা অনুষ্ঠানে দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিভিন্ন ধাপ নিয়ে। আরও আলোচনা হয় আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব সম্পর্কে। ঋণ খেলাপী হলে সরকারী ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনী পদক্ষেপ কি হতে পারে,তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের গ্রাম কমিটির সভাপতি বা দলনেতা, সাংবাদিক, ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরাগণ অংশগ্রহণ করেন।