বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

মহামান্য সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন নাগরপুরের কৃতি সন্তান অ্যাড.মো.এনামুল হক

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২ জুন, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ

মহামান্য সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন এপিপি অ্যাডভোকেট মো. এনামুল হক।তিনি টাংগাইল জেলার নাগরপুর থানাধীন ঐতিহ্যবাহী বারাপুষা  গ্রামে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম মোঃ কয়েস উদ্দিন, মাতার নাম ফাতেমা খাতুন। অ্যাডভোকেট মোঃ এনামুল হক  ২০০৩ সালে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাস করেন। এছাড়া তিনি নাগরপুর সরকারি কলেজ থেকে এইচ.এস.সি এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে এম.এস.এস ডিগ্রি অর্জন করেন। অ্যাডভোকেট মোঃ এনামুল হক অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি ২৩/১২/২০১৮ ইং তারিখে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সনদ লাভ করে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইন পেশায় নিয়োজিত হন। গত ১৪/১০/ ২০২৪ ইং তারিখে আইন বিচার ও সংসদীয় বিষয় মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি আইন কর্মকর্তা হিসাবে অ্যাডভোকেট মোঃ এনামুল হক-কে বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত – ৩, ঢাকা,রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনা করার জন্য সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। এছাড়া গত ০১/০৬/২০২৫ খ্রি. তারিখ থেকে তিনি  মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তভুক্ত হন। অ্যাডভোকেট মোঃ এনামুল হক জাতীয়তাবাদ আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের  সদস্য ছিলেন। এছাড়া অ্যাডভোকেট মোঃ এনামুল হক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর নবগঠিত কেন্দ্রীয় কমিটি ২০২৫ এর নির্বাচিত সাংগঠনিক সম্পাদক।
গণমাধ্যম কর্মীদের এক সাক্ষাৎকালে সহকারী পিপি অ্যাডভোকেট মো. এনামুল হক বলেন- আমার উপর রাষ্ট্রের যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং মানবতার সেবাসেবামূলক কাজ যথাযথভাবে পালন করব,ইনশাআল্লাহ। এছাড়াও তিনি নাগরপুরবাসী ও বিজ্ঞ বিচারকসহ সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর