কে,এম আল আমিন :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়ন পরিষদের নানা আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস- উপলক্ষে রাজাপুর ইউপিতে, জাতীয় পতাকা অর্ধনমিত,কালোপতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, আলোচনাসভা, দোয়া মাহফিল, বন্যার্তদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষ রোপন করা হয়েছে। শনিবার ১৫ আগস্ট আয়োজিত দিনব্যাপী কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন, রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া আকন্দ । সঞ্চালনায় ছিলেন, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী আকন্দ । এ সময় এলাকার আওয়ামীলীগ এর নেতাকর্মীরা সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন ।