মোঃ ইমরুল হাসান শিকদার, নিজস্ব প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের চৌহালী থানা আওয়ামীলীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত্ত এবং দলীয় কার্য্যালয় চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে থানা আ’লীগের সভাপতি আবু নজিরের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ ৫(চৌহালী-বেলকুচি) আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি মহোদয়’র একান্ত সচিব তাজ উদ্দিন তাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক সরকার, সহসভাপতি হাবিবুর রহমান হাবীব, আব্দুর রশিদ বাবুল, আব্দুল মজিদ সরকার,উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হায়দার মুন্না,সাধারণ সম্পাদক বাবুল মোল্লা, বিআরডিবির চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ,যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুর আলম আনছারী,
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রবিউল মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব সরকার, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা, সাধারণ সম্পাদক মাঈন মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিকী সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন ও ১৫ আগষ্টে নিহতদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে দেশ ও দশের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বস্তরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতৃবৃন্দদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।