মোঃ ইমরুল হাসান শিকদার নিজস্ব প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালো পতাকা উত্তোলন, জাতীয় অর্ধনিমিত্ত এবং স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র এম,ও,ডি,সি ডাঃ হুমায়ুন ইসলাম সুমনের সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী ফজলুল হকের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী সার্জন ডাঃ তামিম আজিজ,স্বাস্থ্য পরিদর্শক (ভারঃ) আব্দুল মান্নান,সিনিয়র নার্স আফরোজা আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন ও ১৫ আগষ্টে নিহতদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে দেশ ও দশের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বস্তরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।