কে,এম আল আমিন :
আজ শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়া ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী। উপজেলার বাঙ্গালা ইউনিয়নের শামাইলদহ গ্রামে এ বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছিল। কনে ধরইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও শামাইল দহ গ্রামের আমির হোসেনের মেয়ে আরিফা খাতুন।
জানা যায়, ওই গ্রামে বাল্য বিয়ের খবরটি সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানার পর তিনি বাঙ্গালা ইউ.পি চেয়ারম্যান সোহেল রানার সঙ্গে যোগাযোগ করে স্থানীয় গ্রাম পুলিশদের সহযোগিতায় দুপুরে বিয়েটি বন্ধ করে দেন। বিয়ের অনুষ্ঠান স্থলে মেয়ের বাবা ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তার মেয়েকে বিয়ে দিবেন না মর্মে একটি মুচলেকা দেন।