অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন, এটিএন নিউজের যশোর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজ টেক্সটাইল মিলের ব্যবস্থাপক শেখ আমিনুল হক, নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মোজাফ্ফার আহমেদ, প্রাক্তন প্রধান শিক্ষক সুফিয়া খাতুন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মামুন, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির হোসেন হৃদয়, মো. মোশারফ হোসেন, অভিভাবক প্রতিনিধি হাফিজুর রহমান, মিঠুন পাল প্রমুখ।