কে,এম আল আমিন :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার ( ১১ আগস্ট) অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানে ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জেলা সেনেটারী ইন্সপেক্টর দিপু চৌধুরীর সহায়তায়, RAB-12 এর এস আই আব্দুল ওহাব সহ RAB এর চৌকষ দল এবং জেলা আনসার ব্যাটালিয়নদের সঙ্গে নিয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মঈন উদ্দিন এই আদালত পরিচালনা করেন। উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বাজারের বেকারীর মালিক ফজলুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা, পূর্বদেলুয়ার মায়ের দোয়া বেকারীর মালিক ফরিদুল ইসলাম কে ৩০ হাজার টাকা, হাটখোলা বাজারের জিন্নাহ স্টোরের মালিককে ২৫ হাজার টাকা সহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন।
উক্ত আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, বেকারী প্রতিষ্ঠান গুলোতে কাপড়ের রং, আয়োডিন বিহীন লবণ এবং সাল্টু মিশিয়ে তৈরি করা খাদ্য পণ্যে মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ সকল খাবার খাওয়ার পরে কিডনিতে অনেক ক্ষতি করে। পরে জন সম্মুখে জব্দ কৃত রং, সাল্টু, মেয়াদোত্তীর্ণ ময়দার বস্তা পানিতে ফেলে ধ্বংস করা হয় এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।