মোংলায় সোনালি সোপান সামাজিক সংগঠনের হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
মোংলা সরকারি কলেজ মাঠে সোনালী সোপান ফাউন্ডেশন এর আয়োজনে নাসিদা ও কোরআন প্রতিযোগিতা অায়োজন করা হয়,হামদ,নাথ,ক্বেরাত আযান,ও উপস্থি বক্তৃতা, সোনালি সোপান ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক তুরানুজ্জামান খান প্রতিযোগীদের বিজয়ীদের মধ্যে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন।
স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী সোপান’র সভাপতি ও টিএসআই শিক্ষা একাডেমির পরিচালক খন্দকার তুরানুজ্জামান বলেন, এবার চতুর্থবারের মতো আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মূলত ২০১৯ সালে এ প্রতিযোগিতার আয়োজন শুরু হলেও মহামারী করোনার কারণে মাঝে তা বন্ধ ছিল। আশা করছি ২০২৩ সালের তৃতীয়বারের এবং এবছর চকুর্থবারের মত প্রতিযোগিতার ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। তিনি বলেন, এবারে উপজেলার অসংখ্য শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্য থেকে চুড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে। চুড়ান্ত পর্বে সেরা ২জনসহ বাছাইয়ে টিকে থাকা শিক্ষার্থীদেরকেও পুরষ্কৃত করা হবে আমাদের সংগঠনের পক্ষ থেকে। তিনি আরো বলেন, আমরা বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র শিক্ষার্থীর নানাভাবে সহায়তা প্রদাণের পাশাপাশি আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করে আসছি। এ সকল কর্মকাণ্ডের মধ্যদিয়ে এ সংগঠনটি সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এস.আই ক্যাডেট একাডেমি থেকে মোংলা আঞ্চলিক হিফজুুল কুরআন প্রতিযোগীতায় ০২টি প্রথম বিভাগ সহ সর্ব মোট ০৮জন প্রতিযোগী বিভিন্ন বিষয়ে পূরস্কার লাভ করে।