পাবনার আটঘরিয়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করবেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম।
মঙ্গলবার সকালে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারি, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার, কৃষি অফিসার সজীব আল মারুফ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, চাঁদভা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাত্তার, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, দেবোত্তর ইউপি চেয়ারম্যান রতন মোল্লান প্রমুখ।
উক্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।