রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে সাবেক স্পীকার মির্জা গোলাম হাফিজ এর ২৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্পীকার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজ এঁর ২৪ তম মৃত্যুবার্ষিকী পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে। শুক্রবার ( ২০ ডিসেম্বর) সকালে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের আয়োজনে কলেজের হলরুমে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ কাজী মোঃ ফজলে বারী সুজা’র সভাপতিত্বে এবং বিদ্যোৎসাহী সদস্য মতিয়র রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় মরহুম মির্জা গোলাম হাফিজের শিক্ষা,কর্ম ও রাজনৈতিক জীবনের ওপর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কলেজের গভর্নিং বোডির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলেজের দাতা সদস্য আলহাজ¦ মোঃ আব্দুর রহমান (আব্দার), অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোলায়মান আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আব্দুল্যাহেল বাকী প্রমুখ। বক্তারা বলেন, মরহুম মির্জা গোলাম হাফিজ ১৯২০ সালের ২ জানুয়ারি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মির্জা আজিম উদ্দীন সরকার। তিনি ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ১৯৪৮ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বি.এল ডিগ্রি লাভ করেন। মির্জা গোলাম হাফিজ ছাত্রাবস্থায়ই রাজনীতির সাথে সম্পৃক্ত হন। বাংলাদেশের সাধারণ নির্বাচনের মাধ্যমে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে পঞ্চগড় থেকে জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ থেকে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের চতুর্থ স্পীকার হিসেবে দায়িত্ব পালন করেন। শুধু স্পীকারই ছিলেন না, তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক সফল মন্ত্রী ছিলেন। তিনি অনেক প্রতিষ্ঠান করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। তিনি বার্ধক্যজনিত কারণে ২০০০ সালের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আলোচনা শেষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম মির্জা গোলাম হাফিজ এঁর আত্মার মাগফেরাত, কলেজের সাথে সংশ্লিষ্ট যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত, স্বাধীনতা যুদ্ধে ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত এবং জীবিত বীর মুক্তিযোদ্ধা ও ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থ্যতা কামনা ,মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা সহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মমতাজ জামে মসজিদের খতিব মাওঃ মোঃ রাকিবুল ইসলাম।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর