রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্সের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে শিক্ষক মতলেব

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্সের নামে অসহায় গরীব মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মাদ্রাসা শিক্ষক মতলেব হোসেন নামে এক প্রতারক। এবিষয়ে ২ জন ভুক্তভোগী গ্রাহক মতলেবের বিরুদ্ধে অভয়নগর থানায় দু’টি অভিযোগ জমা দিয়েছে। অভিযোগের সূত্র ধরে অনুসন্ধান করতে গিয়ে জানা যায় উপজেলার  কামকুল গ্রামের নওশের সরদারের ছেলে মতলেব আলী সরদার(৫০), বাশুযাড়ী আলিয়া মাদ্রাসার বাংলা বিভাগে শিক্ষককতা করেন। যে কারনে এলাকার মানুষ তাকে অনেক বিশ্বাস করেন। ধুরন্ধর ওই প্রতারক ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্সের নামে উপজেলার কামকুলসহ আশপাশের এলাকার অনেক অসহায় গরীব মানুষদের কাছ থেকে বিমা করার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে তথ্য অনুসন্ধানে জানা যায়। তার মধ্যে বিমার বহু সংখ্যাক গ্রাহকের মেয়াদ ২/৩ বছর পার হলেও ভুক্তভোগী গ্রাহকদের টাকা ফেরত পাচ্ছেনা। ফলে কষ্টে অর্জিত জমাকৃত টাকা ফেরত পেতে ভুক্তভোগী গ্রাহকেরা দ্বারেদ্বারে ঘুরে বেড়াচ্ছে। প্রতারক মতলেব সরদারের কাছে গ্রাহকেরা টাকা ফেরত পেতে ধর্ণাধরলেও ভুক্তভোগী গ্রাহকেরা টাকা ফেরত পাওয়ার মতো কোন সমাধান পাচ্ছেনা। যে কারণে উপজেলার কামকুল গ্রামের এক ভুক্তভোগী আনছার আলী মোল্লা(৪০), নামের একজন তার জমাকৃত ৭৫,৮৮০ টাকা ফেরত পাওয়ার আসায় প্রতারক মতলেব আলী সরদারের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। একই ভাবে আর এক ভুক্তভোগী একই গ্রামের রুম্মান সরদার তার জমাকৃত ৯৫,১৩০/ টাকা ফেরত পেতে অভয়নগর থানায় ওই প্রতারক মতলেব আলী সরদারের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষক মতলেব সু কৌশলে আনুঃ ২ বছর আগে বিমার মেয়াদ পূর্ণ ও মেয়াদ চলমান থাকা অবস্থায় ফারইস্ট ইসলামী লাইফ ইনসুরেন্স কোং কার্যক্রম বন্ধ করে দেন। ফলে বিমার মেয়াদ পূর্ণসহ টাকা জমাদানকারী গ্রাহকরা পড়েছেন চরম বিপাকে।

ভুক্তভোগী গ্রাহকেরা আনুঃ ২ বছর আগে বিমার টাকা জমা করা চলমান অবস্থায় তাদের টাকা আদায়-ফেরত বন্ধ করে দেয়। ফলে বিমা গ্রাহক আনছার ও রুম্মান প্রায় ২ বছর যাবত প্রতারক মতলেবের কাছে ঘুরেঘুরে নিজেদের কষ্টে অর্জিত জমাকৃত টাকা ফেরত না পেয়ে ন্যায় বিচার চেয়ে থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছে। এবিষয়ে বাশুয়াড়ী আলিয়া মাদ্রাসার শিক্ষক মতলেব আলী সরদার ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্সের নামে ভুক্তভোগী গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, কোম্পানি টাকা ফেরত না দিলে আমি কি করবো আমি সব টাকা বিমা কোম্পানিতে জমা করেছি এখন তারা যখন টাকা দিবে গ্রাহকরা টাকা ফেরত পাবে আপনি নিউজ করলে করেন আমার কিছু যায়-আসেনা। এবিষয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর নড়াইল অফিসের দায়িত্বে থাকা ডিজিএম সৈয়দ আলী নকী ওরফে মিজান বলেন, ওইসব গ্রাহকের টাকা ফেরতের বিষয়ে আমরা খুবই বিপদে আছি, কোম্পানির মালিক না থাকায় এমনটি হয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি গ্রাহকদের জমাকৃত টাকা ফেরত দেওয়ার জন্য। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ এমাদুল করিমের মুঠোফোন একাধিক বার কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর