রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

ফরিদপুরে মোবাইল কোট অভিযানে ৫৯ হাজার টাকা জরিমানা

মেহেদী হাসান, ফরিদপুর(পাবনা):
আপডেট সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ

পাবনা ফরিদপুর উপজেলার বনয়ারিনগর বাজার ও পৌর এলাকার (০৯) নয় নাম্বার ওয়াডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার বেলা ১২.০০টার দিকে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সানাউল মোর্শেদ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় ৩টি ফল দোকানে মূল্য তালিকা না থাকায় তিনটি ফল ব্যবসায়ীকে কৃষি বিপনন আইন (২০১৮)১৯এর ১ ধারায় ৯ হাজার টাকা এবং ভেজাল খাদ্য উৎপাদনে মো: ইমদাদুল হক(৪০) ও শ্রী স্বপন হলদার (৩৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৪২ ধারায় ৫০ হাজার টাকা সহ নকল মালামাল জব্দ করে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির মো:আনিছুজ্জামান, থানার পুলিশ প্রশাসন, পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সানাউল মোর্শেদ বলেন, জনস্বার্থে মহামান্য জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি প্রত্যেক ব্যবসায়ীকে নিয়ম কানুন মেনে চলার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর