তামাকের বিকল্প ফসল ও কৃষকদের ভাল কাজে উৎসাহিত করতে লামায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহায়তায় ও কৃষি অফিসের আয়োজনে ৮০ জন কৃষক -কৃষাণীর মাঝে প্রতিজনকে ১২ কেজি চীনা বাদাম, ডিএপি সার ১০কেজি, এমওপি সার ৫ কেজি, তিন ধরনের বালাই নাশক ও ৬০ জনকে ভুট্টা বীজ ২কেজি, ডিএপি সার ২০কেজি, এমওপি ১০কেজি ও তিন ধরনের বালাই নাশক বিতরণ করা হয়।
রোববার (৩ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিনামূল্যে বীজ, সার ও তিন ধরনের বালাই নাশক দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হোসেন চৌং।
কৃষি অফিসার কৃষিবিদ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অফিসার আবদুল্লাহ হিল মারুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আভীজিৎ বড়ুয়া, কৃষক -কৃষাণীসহ অনেকেই।