রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে ওলামাদের মানববন্ধন-প্রতিবাদ সভা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ণ

নওগাঁর রাণীনগরে ধর্মীয় ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভন্ডপীরের আগমনের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করেছে উপজেলার ওলামারা। এ সব কর্মসূচি পালন করে উপজেলার ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতা ও ইমাম ওলামা মাসায়েখগণ। আগামী ৫ নভেম্বর উপজেলার চকাদিন শাহপাড়া গ্রামে ধর্মীয় ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভন্ডপীর ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী ও নেছার উদ্দীনের আগমনের বিরুদ্ধে এমন মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে চকাদিন মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব মো: আব্দুর রউফের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিম্বা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মো: আনোয়ার হোসেন, চকাদিন মাদ্রাসার শিক্ষক মুফতি আবু বক্কর সিদ্দিক, রাতোয়াল মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব মাওলানা গোলাম মুর্তজা, মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা মোজাফ্ফর হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন দেশের কতিপয় নামধারী ভন্ডপীরদের কারণে আজ ইসলাম নামক শান্তির ধর্ম নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। এদের মধ্যে অন্যতম ভন্ডপীর হচ্ছেন ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী ও নেছার উদ্দীন। এদের আগমন ও বিতর্কিত কর্মকান্ড বন্ধে পুলিশ-প্রসাশনের সু-দৃষ্টি কামনা করে। পরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর