রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

বাগেরহাটে পৌর বিএনপির মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ

বাগেরহাটে পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) সন্ধা ৭টায় বাগেরহাট পৌর বিএনপির নিউমাকেটস্থ কাযলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েলের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফরমের সভাপতি এডভোকেট মোশারফ হোসেন মন্টু, পৌর বিএনপি যুগ্ন আহবায় বীর মুক্তিযোদ্ধা একরাম হোসেন, জেলা দাস আছে সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, বিএনপি নেতা এডভোকেট হীরক মিনা, মোবাশ্বের হোসেন মল্লিক রুবেল, শহিদুজ্জামান ভুট্টো, এ্যাড: মহসিন, এ্যাড: ফারুক হোসেন, মো: শাহিন, মনিরুল ইসলাম শাকিল, এ্যাড: জুয়েল, মহিলা দল নেত্রী রোজী ইসলাম, রেহেনা পারভীন সাংবাদিক সোহাগ হাওলাদার প্রমুখ। সভায় বক্তারা বলেন বাগেরহাট পৌর সভার প্রত্যক ওয়ার্ডে দলকে শক্তিশালী করতে ,দুর্দিনের কর্মিদের মুল্যায়ন করে বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং দেশনায়ক তারেক রহমানের শুভেচ্ছা সর্বস্তরের মানুষের কাছে পৌছে দেওয়ার আহব্বান জানান। মতবিনিময় সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, ‘ আমাদের নেতাদের প্রতি তারেক রহমানের নির্দেশনা রয়েছে আপনারা কোনো ধরনের অপরাধমূলক কাজ করবেন না। যারা অপকর্মে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা যেভাবে শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে-নতুন বাংলাদেশে সেই শোষণ ও নির্যাতন থাকবে না। তবে অপরাধ ও অপকর্মকারীরা যেই দলের হোক না কেন,তাদেরকে ছাড় দেয়া হবে না ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর