রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করতে সোনার বাংলা’র ৬ষ্ঠ মেধা যাচাই প্রতিযোগীতা অনুষ্ঠিত 

কিবরিয়া আহমেদ, স্টাফ রিপোর্টার (সিলেট):
আপডেট সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:০৯ অপরাহ্ণ

গ্রাম অঞ্চলে শিক্ষার মান বাড়াতে এবং শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে প্রায় অর্ধ শতাধিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগীতামূলক মেধা যাচাই প্রতিযোগীতার আয়োজন করে মৌলভীবাজারের সুনামধন্য সেচ্ছাসেবী সংগঠন  সোনার বাংলা আদর্শ ক্লাব।
প্রতি বছরের ন্যায়ে এবারেও ৬ষ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে  মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয় ও সাধুহাটি ফজলুল হাসান ক্যাডেট মাদরাসাতে।
আজ ২রা নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় পরীক্ষা উৎসবমুখর পরিবেশে শুরু হয় এবং শেষ হয় দুপুর ১ ঘটিকায়। উক্ত পরীক্ষায় তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্টানের  ৬৭৫ জন  শিক্ষার্থী অংশগ্রহণ করে ।
পরীক্ষার্থীকে নিয়ে আসা অভিভাবক  জুনা বেগম বলেন- গত বছরেও আমার ছেলে-মেয়ে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। গতবছরের তুলনায় এবার আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাসহ ক্লাবের কার্যক্রমগুলো সত্যিই প্রশংসার দাবিদার।
উক্ত মেধা যাচাই প্রতিযোগীতায় পরিক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, জেলা প্রশাসক রাজস্ব শাখার প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ১নং খলিলপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়নাল মিয়া, আজাদুর রহমান, বিমল গোস্বামী,ও
শেরপু্র পুলিশ ফাঁড়ির এ এস আই সোহাগ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন-ক্লাবের সভাপতি রিপন মিয়া, সহ-সভাপতি হাফিজ জুবায়ের আহমেদ, নাজমুল হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক বুলবুল আহমেদ টিপু,সহ সম্পাদক পবলু মিয়া,মামুনুর রশিদ মাছুম,সাংগটনিক সম্পাদক কাওচার আহমেদ, অর্থ সম্পাদক-হুমাউন কবির, রাজন মিয়া,ইয়ারুপ মিয়া, হাচান মিয়া, সুফায়েল আহমেদ, আরিয়ান আহমেদ,সজিব আহমেদ,মুহাম্মদ আলি,নেছার আহমেদ,ফয়েজ আহমেদ,,সিতার,রিদয়,জায়েফ আহমেদ,নয়ন দেব, সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর