রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে টিএমএসএস’র স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:০২ অপরাহ্ণ

“সেবা নিন, সুস্থ্য থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে টিএমএসএস’র প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলার আবাদপুকুর টিএমএসএস শাখায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, টিএমএসএস’র উপদেষ্টা প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের জিবি মেম্বার এবং ট্রেজারার আয়েশা বেগম, প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের ডোমেইনের লিড ম্যানেজার ও টিএমএসএস’র উপ-পরিচালক মো. সাজ্জাদ হোসেন, নওগাঁ জোন প্রধান হানজালাল রহমান, রাণীনগর রিজিওন প্রধান মো. মাসুদ রানা, প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের ফিল্ড কো-অর্ডিনেটর সুলতান আহমেদ, টিএমএসএস’র আবাদপুকুর শাখা প্রধান মো. রঞ্জু আহমেদ, রাণীনগর শাখা প্রধান জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার অভিভাবক সদস্য পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর