যশোরের অভয়নগরে এক বিএনপি কর্মীর পৈতৃক জমি গত ১৬ বছর ধরে জোর করে দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের নামধারী একজনের বিরুদ্ধে। এব্যাপারে গত শনিবার( ১৯ অক্টোবর) ভুক্তভোগী উপজেলার কামকুল গ্রামের মৃত-ইন্তাজ মিনার ছেলে গোলাম রব্বানী(৫৩), অভয়নগর থানায় নিজের জমি উদ্ধার ও ন্যায় বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ ও সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগীর পৈতৃক জমি ৭.২৫ শতক গত ১৬ বছর ধরে উপজেলার কামকুল গ্রামের মৃত ছত্তার মিনার ছেলে ইসমাইল মিনা (আওয়ামী লীগ কর্মী) জোর করে দখল করে রেখেছে। ভুক্তভোগী তার জমি উদ্ধার করার জন্য ১৬ বছর ধরে বিভিন্ন মানুষের দ্বারেদ্বারে ঘুরেও নিজের জমি উদ্ধার না করতে পেরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কাছে ৮ মে ২০২৪ তারিখ জমি উদ্ধার চেয়ে একটি আবেদন করেন। ভুক্তভোগীর আবেদন পেয়ে অত্র ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে বিচারকাজ শেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুক্তভোগী গোলাম রব্বানীর পক্ষে রায় দেন। এবং একমাসের মধ্যে ভুক্তভোগীর জমি ছেড়ে দেওয়ার আদেশ দেন। কিন্তু ধুরন্ধর ইসমাইল জমি জোর করে দখল রাখার হিন উদ্দেশ্য ভুক্তভোগীকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। ভুক্তভোগী কোন উপায় না পেয়ে তার পৈতৃক জমি উদ্ধার করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। সরেজমিনে একাধিক ব্যক্তির সাথে কথা বলে ও জমির কাগজপত্র প্রর্যালোচনায় দেখা যায়, বনগ্রাম মৌজার হাল ৩৬০ নং খতিয়ানের হাল ৯৮০ দাগে ১৩ শতক জমির মালিক গোলাম রব্বানী ও তার শরিকগণ পৈতৃক সূত্রে প্রাপ্ত হন। ওই দাগের ১৩ শতক জমির মধ্যে ৫.৭৫ শতক জমি ইসমাইল মিনার পিতা ছত্তার মিনা জীবিত থাকাকালীন ভুক্তভোগীর তিন শরিকের কাছ থেকে ক্রয় করেন। যার দলিল নং ১৩৪৫/ ২০০৬ সেই থেকে এযাবতকাল ভুক্তভোগী বাকি ৭.২৫ শতক জমি ইসমাইল মিনাসহ তার পরিবারগণ জোর করে দখল করে রেখেছে। যা ভুক্তভোগী উদ্ধার করার চেষ্টা করতে গেলে আওয়ামী লীগ নেতাদের হুমকির কারণে জমি উদ্ধার করতে পারেনি বলে ভুক্তভোগী রব্বানী অভিযোগ করেন। এবিষয়ে জমি দখলকারী ইসমাইলের কাছে জানতে চাইলে তিনি বলেন জমি আমাদের কগজপত্র আছে। কিন্তু তার বৈধ জমির কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এবিষয়ে অভয়নগর থানার পাথালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মিজানুর রহমানের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন থানায় যেহেতু অভিযোগ হয়েছে এখনো আমি হাতে পায়নি অভিযোগ হাতে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।