কে,এম আল আমিন :
আজ শনিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া পশ্চিমপাড়া রহমত আলী হাফেজিয়া মাদ্রাসা ও কবরস্থান প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়েছে।অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের এ্যাডমিন,বৃক্ষপ্রেমী ও এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখার সিনিয়র অফিসার আবুল হোসেন গ্রীনের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে।এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাছের চারা রোপন করেন, উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে গাছের চারা রোপন করেন, জনতা ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ করপোরেট শাখার এজিএম ও বিশিষ্ট কবি, লেখক মো আবু সেলিম রেজা, উল্লাপাড়া রহমত আলী হাফিজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল হামিদ,বড়হর ডেফলবাড়ী গ্রামের প্রবীন ব্যক্তি ও আবুল হোসেন গ্রীনের বাবা আব্দুল কাদের, ,উল্লাপাড়া রহমত আলী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল হালিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।