রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের বিশাল মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর):
আপডেট সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ৭ অক্টোবর , সোমবার, সকাল ৯ টায় বিরামপুর সরকারী কলেজ অডিটরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলায় ৩ জন শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।
জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর উত্তর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জয়পুরহাট জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, দিনাজপুর দক্ষিণ জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জয়পুরহাট জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া, দিনাজপুর দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, মাওলানা আবুল কাসেম, সুলতানুল আলম, জেলা ইউনিট সদস্য ও সাবেক নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা দক্ষিণ সভাপতি আব্দুল কাইয়ুম, বিরামপুর উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলী, নবাবগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক নজরুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লা, হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, বিরামপুর পৌরসভা আমীর সাখাওয়াত হোসেন ও মাওলানা আশরাফুল ইসলাম  প্রমূখ।
প্রধান অতিথি বলেন, আল্লাহর জমীনে তাঁর দীন কায়িমের জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতা- কর্মীদের আত্মমানবতার সেবায় যথাযথ ভূমিকা রাখতে হবে। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে অমুসলিমদের জান-মাল ও সার্বিক নিরাপত্তার জন্য পাহারাদারীর ভূমিকা রাখতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের দায়িত্বশীলদের নির্দেশনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর