বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের আয়োজনে ১০ম সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ ও প্রতিনিধি নির্বাচনে প্রতিনিধিদের ভোটের মাধ্যমে বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ সিনিয়র রোভার মেট রোভার তানভীর হোসেন ও দিনাজপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার আকলিমা আক্তার স্মৃতি বিজয়ী।
৫ অক্টোবর শনিবার দিনাজপুর সরকারি কলেজ হল রুমে দিনাজপুর জেলার ১৩ উপজেলার বিভিন্ন কলেজের রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেটদের ভোটের মাধ্যমে জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন করেন রোভাররা।
নির্বাচনে মোট ৪ জন রোভার ও গার্ল ইন রোভার প্রতিদ্বন্দ্বিতা করেন তারা হলেন বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট তানভীর হোসেন প্রাপ্ত ভোট ২৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট হাসিবুল ইসলাম প্রাপ্ত ভোট ২০।
দিনাজপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন সিনিয়র রোভার মেট আকলিমা আক্তার স্মৃতি প্রাপ্ত ভোট ২৫ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনাজপুর সরকারি মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপ সিনিয়র রোভার মেট আরফিনা মিমি প্রাপ্ত ভোট ২৩।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আল আব্দুল্লাহ, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, সহকারী পরিচালক ( দিনাজপুর, ঠাকুরগাঁও) সৈকত হোসেন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের সম্পাদক সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ আল-মামুন, জেলা রোভার স্কাউট লিডার নজির উদ্দিন, সহকারী কমিশনার জয়ন্তী দেবনাথ, কমিশনার জালাল উদ্দীন মজুমদার, বুলিয়া বাজার কলেজের অধ্যক্ষ ও আর এস এল নাজমা শিরিন, বীরগঞ্জ সরকারি কলেজের রোভার লিডার রুমানা ফারজানা। সহ জেলা ও উপজেলা হতে আগত রোভার বন্ধুরা।