মানুষের ভোটের অধিকার এবং মানবাধিকার লঙ্ঘনকারী রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ায় আওয়ামীলীগের বিচার হতে হবে বলেছেন নতুন রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়া গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক নাদিম হাসান।
আজ ৫ অক্টোবর রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল উপজেলা যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভায় শ্রীমঙ্গলের অভিজাত রেস্টুরেন্ট টি ভ্যালিতেপ্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদ এর সাবেক সদস্য সচিব মোঃ অপু রায়হান যুগ্ম সদস্য সচিব হারুনুর রশীদ যুগ্ম সদস্য সচিব রেজাউল করিম ও কমলগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ এর সভাপতি আনোয়ার আহমেদ সদস্য সচিব ওয়াকিল আজমত মুন্না এবং ছাত্র,যুব ও গণ অধিকার পরিষদ এর নেতৃবৃন্দ।