পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের শ্মশান ঘাট এলাকার কলেজ পড়ুয়া আদিত ইসলাম নামে এক তরুণ তার অপর এক বন্ধুর সাথে একদিন আগে ধর্মনিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে তর্কে জড়িয়ে পড়ে। ম্যাজেঞ্জারে নবী ও ইসলাম নিয়ে কটুক্তি করে ওই তরুণ। এ ঘটনার জেরে বুধবার রাত ১০টার দিকে শহরের পৌরমিনি পার্ক এলাকায় ওই তরুণকে ডেকে নিয়ে মারধর করে বিক্ষুব্ধ কয়েক কয়েকজন তরুণ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনীর শিকার তরুণকে আটক করে পুলিশ ভ্যানে করে হেফাজতে নিয়ে যায়। এসময় কিছু দূর গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ভ্যানটি জেলে পাড়া খালে পড়ে যায়। এসময় কৌতুহলি জনতার ভিড় পড়ে যায়। কটুক্তি করা ও তরুণ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ। খালে পড়ে যাওয়া পুলিশের ভ্যানটি উদ্ধার করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আটক আদিতকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: মহিতুল ইসলাম বলেন, আদিত ইসলাম নামে এক তরুণ তার অপর এক বন্ধুর সাথে একদিন আগে ধর্মনিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে তর্কে জড়িয়ে পড়ে। ম্যাজেঞ্জারে নবী ও ইসলাম নিয়ে কটুক্তি করে ওই তরুণ। এ অভিযোগে বিক্ষুব্ধ জনতা মারধর করছিলো, তাদের হাত থেকে পুলিশ আদিতকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় দস্তা দোস্তির এক পর্যায়ে পিকআপ ভ্যানটি খালে পরে যায়। আদিতকে পুলিশ হেফাজতে আনা হয়। পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে।