দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্থদের সহায়তার লক্ষে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নগদ অর্থ সহায়তা পদান করেছেন পাবনার চাটমোহর উপজেলা বিএনপি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দলের কেন্দীয় কার্যালয়ে ত্রাণ কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেনের হাতে পাবনা-৩ এর সাবেক সংসদ সদস্য কে.এম আনোয়ারুল ইসলাম ১ লাখ ৭১ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ (বিএসপিপি) এর অন্যতম সদস্য জেটেব কেন্দ্রীয় কমিটি যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুয়েল রানাসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।