পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের নিজের পছন্দের ব্যাক্তিদের মাঝে টিসিবি’র পন্যের কার্ড বিতরনের তালিকা নিয়ে বুধবার ( ১১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের মধ্যে বিএনপি’র দই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তারেক রহমান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহসীন আলীর সাথে টিসিবি’র কার্ড তালিকা নিয়ে এই সংঘর্ষ হয়।
এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
আহতরা হলেন, উপজেলা যুবদল নেতা বিলচলন ইউনিয়ন বোঁথড় গ্রামের নজরুল ইসলামের ছেলে মোজাম্মেল হক (৪০), অপরজন পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক যুবদলের সহ সভাপতি জহুরুল ইসলাম (৫০)।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।