“গ্রাহক আস্থার ফিরবে দিন,দেশ গড়ায় অংশ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামি ব্যাংক আটঘরিয়া এজেন্ট শাখার আয়োজনে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর বিকালে আটঘরিয়া এজেন্ট শাখায় অনুষ্ঠিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান পাবনার মো: শাহজাহান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন পাবনা ব্যাঞ্চের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসএম ইদ্রিস আলী, আটঘরিয়া এজেন্ট শাখার ইনচার্জ আনিসুর রহমান মাসুদ, আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান,
বিএলকে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম।
উক্ত সমাবেশে শিক্ষক/শিক্ষিকা, সাংবাদিক, সমাজসেবক, ইমাম,ব্যবসায়ী সহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।