পাবনার ঈশ্বরদীতে লাগামহীন বিদ্যুৎ এর লোডসেডিং সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুন নুর এর সাথে ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের এক প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ন-আহবায়ক ও দৈনিক উত্তর জনতার সম্পাদক ববি সরদার। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ন-আহবায়ক ও ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রেজাউল করিম ফেরদৌস, যুগ্ন-আহবায়ক ও দৈনিক আলোর দেশের ভারপ্রাপ্ত সম্পাদক সুলতান মাহমুদ বাবু, দৈনিক উত্তর জনতার বার্তা সম্পাদক মোফাজ্জল হোসেন লিখন, ঢাকা টাইমস এর ঈশ্বরদী উপজেলা প্রতনিধি ডাঃ আনোয়ারুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাস তপনসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন। বৈঠকে অগ্রধিকার ভিত্তিতে ঈশ্বরদীতে লাগামীহীন লোডসেডিং সহনীয় পর্যায়ে আনার জন্য সাংবাদিকদের পক্ষ থেকে দাবী জানানো হয়। এব্যাপারে নির্বাহী প্রকৌশলী আব্দুন নুর তার সাধ্যমত স্বল্পতম সময়ে এ অবস্থার উন্নয়নের আশ্বাস দেন। এবং ঈশ্বরদী অঞ্চলে বিদ্যুৎ এর চাহিদা পূরণে বরাদ্দ বৃদ্ধির জন্য সাংবাদিকদেও সহযোগিতা কামনা করেন তিনি।