আটঘরিয়া উপজেলার খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় মাঠে ৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে চাঁদভা ও মাজপাড়া
ইউনিয়ন জামায়াত ইসলামি আয়োজনে বিশাল পথসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজপাড়া ইউনিয়ন জামায়াত ইসলামী আমীর মাওলানা আব্দুল মুকিম।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াত ইসলামি আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াত ইসলামি নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, সাবেক উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা জামায়াত আমীর মাওলানা নাছির উদ্দীন, সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম মাসুদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রব্বানী জুবায়ের, ইসলামি ছাত্র শিবির আটঘরিয়া শহর শাখার সভাপতি শাকিল আহমেদ, উপজেলা পশ্চিম শাখার সভাপতি মহিদুল ইসলাম।
ব্যবস্থাপনায় ছিলেন চাঁদভা ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো: ওলিউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন প্রচার ও মিডিয়া শাখার সেক্রেটারি সামিউল ইসলাম।