পরিচ্ছন্নতা আমাদের শক্তি। অপরিচ্ছন্ন পরিবেশ বিভিন্ন সময় আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ডেঙ্গুসহ অনেক রোগ জীবাণু থেকে রক্ষা পেতে এবং পৌর সৌন্দর্য ফিরে আনতে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
পাবনা ফরিদপুর পৌরসভার প্রাণ কেন্দ্রে বড়াল নদী থেকে একটি শাখা জোলা রয়েছে। কালের বিবর্তনে সে জোলা আজ হারিয়ে যেতে বসেছে।দুই পাশ থেকে দখল আর কুচুরী পানা, বিভিন্ন গাচগাছালী সহ ময়লা আর্বজনায় ভরপুর এই জোলা।
শনিবার (০৭ সেপ্টেম্বর) সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রশাসক ফরিদপুর পৌরসভা পাবনা মো: সানাউল মোর্শেদ পৌর প্রশাসনের উদ্যোগে সরকারি জোলার দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সরকারি জোলার দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেতৃত্ব দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন পৌরসভার সকল কাউন্সিল, কর্মকর্তা, কর্মচারী,ফরিদপুর ইউনাইটেড স্টুডেন্ট এসোসিয়েশনের সকল সদস্য সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ।
এর আগেরদিন বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) ফরিদপুর উপজেলা চত্ত্বর সহ বিভিন্ন ওয়াডে মশক নিধন স্প্রে করা হয়। এ সময় ময়লা-আর্বজনা ড্রেন বা জোলায় না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য পৌরবাসির প্রতি বিশেষভাবে অনুরোধ করেন তিনি। প্রশাসক মো: সানাউল মোর্শেদ বলেন, ‘পৌরশহরের বাসিন্দারাই কিন্তু এই শহরের মালিক। সবাই সবার অবস্থান থেকে যদি আমরা সচেতন থাকি তাহলেই শহরটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব।