“আমাদের অধিকার দেশ হবে জনতার” এই স্লোগান গানকে সামনে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বীর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা ছাত্র, যুবক অধিকার পরিষদের আয়োজনে গতকাল বিকালে আটঘরিয়া বাজার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন মাস্টার।
এসময় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নোমান হোসেন, আটঘরিয়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি শ্রী সন্তেস কুমার দেব, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।
দোয়া পরিচালনায় করেন মো: ইলিয়াস কাওসার। উক্ত অনুষ্ঠানে উপজেলা ও জেলা গণ অধিকার পরিষদের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।