কে,এম আল আমিন :
সিরাজগন্জের রায়গন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ স্থাপন সহ করোনা উপকরণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে। গুড নেইবারস্ নলকা সিডিপির উদ্যোগে আজ বৃহ:বার সকাল ১১ টায় রায়গন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রায়গন্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আমিমুল ইহসান তৌহিদ। গুড নেইবারস্ বাংলাদেশের পক্ষ থেকে উক্ত স্বাস্থ্য উপকরন সমুহ হস্তান্তর করেন,গুড নেইবারস্ নলকা সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মি. রবীনসন মার্ডী।
উক্ত উপকরণ সমুহের মাধ্যমে বর্তমান কোভিট-১৯ পরিস্থিতিতে করোনার নমুনা সংগ্রহে আরও অধিক ভুমিকা রাখবে বলে অনুষ্ঠানের সভাপতি সহ অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে উক্ত করোনা বুথ স্থাপন সহ করোনা উপকরণ সমুহের জন্য নলকা সিডিপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চন্দ কুমার সরকারের সন্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেডিকেল অফিসার ডা: দেবপ্রিয় দাস,মেডিকেল অফিসার ডা: বেলাল হোসেন, সিরাজগন্জ সিডিপির ব্যবস্থাপক মি. টমাস মন্ডল প্রমুখ।
এ ছাড়াও অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য পরিদর্শক জীবন কুমার সুর,সহকারী স্বাস্থ্য পরিদর্শক মজিবুর রহমান,মেডিক্যাল টেকনোলজিষ্ট মো: ইমদাদ হোসেন প্রমুখ।করোনার নমুনা সংগ্রহ বুথ ছাড়াও ৫ বাক্স হ্যান্ড গ্লোবস্,৫০ পিচ কেএন-৯৫ মাস্ক,৫ জোড়া গামবুট,১০ পিচ হ্যাক্সিসল হস্তান্তর করেন।