ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন মো: মোশারুল ইসলাম সরকার। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো ১ লক্ষ ৬ হাজার ৬৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো: মোশারুল ইসলাম সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের এড. অরুনাংশু দত্ত টিটো পেয়েছেন ৯২ হাজার ৪২৪ ভোট।
মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৮৫টি ভোটকেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, সদর উপজেলায় ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ৪ লাখ ৮৭ হাজার ১৭৫ জন ভোটার রয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩ জন তার মধ্যে মো: আব্দুর রশিদ নির্বাচিত হন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন তার মধ্যে মাশহুরা বেগম হুরা নির্বাচিত হন।