নাটোরের বড়াইগ্রামে ট্রাকের পিছনে ট্রাকে ধাক্কায় জাহিদ আলী (২৭) নামের এক চালকের সহকারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রান তেল পাম্প এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। নিহত জাহিদ আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জশিম উদ্দিনের ছেলে।
দুর্ঘটনায় কবলিত ট্রাকের চালক জুয়েল আলী বলেন, চট্রগ্রাম থেকে খেজুর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৮৬৬০) নিয়ে রাজশাহী যাচ্ছিলাম। আগ্রাণ এলাকায় পৌছালে সামনে থাকা আরেকটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২৪-৩০৩১) পিছনের চাকা বিকল হয়ে রাস্তায় দাড়িয়ে যায়। আমি নিয়ন্ত্রন করতে না পারলে ওই ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জাহিদ আলী নিহত হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একটি ট্রাক জব্দ করা হয়েছে ও আরেকটি ট্রাক পালিয়ে গেছে। উর্দ্ধোতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।