নাটোরের সিংড়ায় অটোভ্যানের ব্যাটারীসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার রাতে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকার ওভার ব্রিজের নিচে চেকপোষ্ট পরিচালনা করে সিংড়া থানা পুলিশ। রাত পৌনে ৪টায় একটি মোটরসাইকেল যোগে দুজনকে আসতে দেখে থামার সংকেত দেয় পুলিশ। এসময় তারা মোটরসাইকেলসহ পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, সিংড়া উপজেলার সাঐল হাজীপুর গ্রামের মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ মনিরুল ইসলাম (২৭), অপরজন একই উপজেলার ছোট চৌগ্রামের মোঃ এমদাদুল হকের ছেলে মোঃ আজগর আলী (২৪)।
সেসময় ১৮ ইঞ্চি লম্বা একটি হাইড্রোলিক কাটার দেখতে পেয়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তারা দোকান ও থামানো গাড়ি হতে ব্যাটারি কাটার দিয়ে কেটে চুরির কথা পুলিশের কাছে স্বীকার করেন।
এসময় ব্যাপক জিজ্ঞাসাবাদে মোঃ আজগর আলীর দেয়া তথ্যমতে তার বসতবাড়ির ঘরের খাটের নিচ থেকে দুইটি চোরাই অটোভ্যানের ব্যাটারী উদ্বার করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, আটককৃতরা সক্রিয় চোর দলের সদস্য। তাদেরকে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।