নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম তৃষা রানী (১৪)। এসময় শিক্ষার্থীর বাবা তাপস কুমার আহত হয়েছেন। তাদের বাড়ি বাগাতিপাড়া উপজেলার জামনগর চাপাপুকুর এলাকায়। নিহত তৃষা রানী বাগাতিপাড়ার কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। আজ সোমবার সকাল ৯টায় নাটোর-বগুড়া মহাসড়কের বালুভরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে রানীনগরের ভা-ার গ্রামের এক আত্বীয়ের বাড়ি থেকে তৃষা তার বাবার মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বাগাতিপাড়া যাচ্ছিল। এসময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।