“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদকে সামনে নাটোরের নলডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, উপজেলা পরিসংখ্যান অফিসার লিপি পারভীন, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম, উপজেলা মহিলা কর্মকর্তা শাহিনুর খাতুন, উপজেলা খাদ্যদপ্তর কর্মকর্তা রেজাউল করিম, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহ্ আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু সহ সাংবাদিক বৃন্দ।