নাটোরের নলডাঙ্গা উপজেলার হরিদা খলসী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোজ্জামেল হক এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলার হরিদা খলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হরিদা খলসী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হরিদা খলসী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোজাফফর হোসেন নিউটন এর সভাপতিত্বে, হরিদা খলসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিমুল ইসলাম আরফিন এর সঞ্চালনায় ও হরিদা খলসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাতার এর সার্বিক ব্যবস্থাপনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমি সুপারভাইজার আব্দুল্লাহ আল আনসারী।
এসময় উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াদ আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রামশাকাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মহাসিন, হরিদা খলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমাতু জহুরা, সাবেক প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব আবু বক্কর সোনার, জয়সারা কুনজন উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সরকার, নলডাঙ্গা উপজেলা ছাত্র কল্যাণ সংস্থার সহ-সভাপতি জামিল হায়দার (জনি), সাধারণ সম্পাদক হুমায়ূন রশিদ ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।