মো.স্বপন হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
পাকুন্দিয়া উপজেলাধীন পাটুয়াভাঙ্গার জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন ‘সুধী সমাবেশ’ পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাংগঠনিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (শুক্রবার) বিকাল ৩:০০ ঘটিকার সময় উপজেলার শিমুলিয়া বাজারের অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি এইচ.এম. মাহফুজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য নজরুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান রায়হান, সংগঠনটির সাধারণ সম্পাদক আজিজুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক মাসউদুর রহমান প্রমুখ।
উক্ত কর্মী সমাবেশের সঞ্চালনায় ছিলেন সুধী সমাবেশের সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান আফজাল আইয়ূবী। করোনা পরিস্থিতিতে সেচ্ছাসেবী সংগঠন হিসেবে নানামুখী কার্যমুখে ইতিমধ্যে সংগঠনটি ব্যাপক প্রচার- প্রসার লাভ করেছে।