রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, বাবুগঞ্জ ও কালকিনি উপজেলা ডেকরেটর মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সামাজিক দুরত্ব বজায় রেখে শনিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। সম্মেলনে পূনরায় আলহাজ্ব এসএম আবদুর রবকে সভাপতি ও আলহাজ্ব হারুন অর রশিদকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
উপজেলার গাউছিয়া আবেদীয়া সূনীয়া মাদ্রাসা হল রুমে সমিতির সভাপতি আলহাজ্ব এসএম আবদুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা ডেকরেটর সমিতির সাধারন সম্পাদক গনেশ চন্দ্র। বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, শাহাদাত হোসেন, মোঃ জসিম উদ্দিনসহ চার উপজেলার নেতৃবৃন্দ।
বক্তারা মহামারী করোনাকলীন সময়ে ডেকরেটর মালিক ও শ্রমিকদের প্রনোদনা দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। শেষে সর্বসন্মতিক্রমে আগামী তিন বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।
কমিটির নির্বাচিত কর্মকর্তারা হলেন, সভাপতি আলহাজ্ব এসএম আবদুর রব, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সরদার, উত্তম কুমার, আঃ মালেক, সিকদার, মোঃ শামীম মিয়া, রমজান আলী, সাধারন সম্পাদক আলহাজ্ব হারুন অর রশিদ, সহ-সাধারন সম্পাদক শাহাদাত হোসেন সান্টু, মোঃ মনা, বেল্লাল সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ মোঃ শামিম মিয়া, প্রচার সম্পাদক মোঃ নজরুল, সেতু আহম্মেদ, স্বজল মিয়া, দপ্তর সম্পাদক শামীম হোসেন, জামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক নুর আলম বেগ।