মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
নওয়াপাড়া পৌরসভার প্রধান সহকারী রিনা পারভীন (৪৩) শ্বাসকষ্ট নিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছেন। পৌরসভা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌরসভার প্রধান সহকারী রিনা পারভীন শ্বাসকষ্ট রোগে ভূগছিলেন। ৩-৪ দিন আগে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই তার মৃত্যু ঘটে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। শুক্রবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে তাকে নওয়াপাড়ার বুইকরা সরকারি কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নওয়াপাড়া পৌরসভার মেয়র, কাউন্সিলরসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।