শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

ই-পেপার

চকরিয়ায় সন্ত্রাসী হামলায় কাউন্সিলর রেজাউল করিম গুরুতর আহত; উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ৮:২৮ অপরাহ্ণ

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া পৌরসভার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে দুই নম্বর ওয়ার্ডের ড্রেনের কাজ চলাকালীন অতর্কিত সশস্ত্র হামলা চালানো হয়েছে ওই ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগ নেতা রেজাউল করিমের (৩৫) ওপর। হামলায় কাউন্সিলর রেজাউলের ডান হাত অনেকটা বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা হয়েছে। এ সময় রেজাউলকে বাচাতে গেলে ধারালো কিরিচের কোপে গুরুতর আহত হয় ভাইপো সাইদুল হক মিঠুও (২৫)। আজ শুক্রবার জুমার নামাজের পর পরই ওয়ার্ডের হালকাকারা গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত কাউন্সিলর রেজাউলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে তাকে দ্রুত প্রেরণ করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে।

 

আহত ভাইপো মিঠুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে অতর্কিত হামলার ঘটনার পর পরই ক্ষুদ্ধ জনতা কফিল উদ্দিন বাহাদুর নামের এক সন্ত্রাসীকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। কফিল বিএনপির সহযোগী সংগঠন শ্রমিকদলের একই ওয়ার্ডের দায়িত্বশীল নেতা বলে স্থানীয়রা জানিয়েছেন। সে হালকাকারা গ্রামের মো. বাদশা প্রকাশ টেক বাদশার ছেলে। জনপ্রিয় কাউন্সিলর রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলসহ দলীয় নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর