রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

ই-পেপার

চৌগাছায় ব্রেনস্ট্রোকে অসুস্থ্য শফির মেধাবী ছেলেকে নিয়ে দু:চিন্তায় পরিবার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ৪:৪৯ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

হতদরিদ্র ঘরে জন্ম নেয়া মেধাবী মুখ আরিফুজ্জামন ইমন (১৬)। পত্রিকা পরিবেশক শফিকুল ইসলাম শফির একমাত্র ছেলে সে। এবারের এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হলেও উচ্চ মাধ্যমিকে পড়া নিয়ে শংসয় ছিল আগে থেকেই। সেই শংসয় আরও প্রকট আকার ধারন করেছে সংসারের একমাত্র উপর্জনক্ষম পিতা সম্প্রতি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হলে। পিতা শয্যাশয়ী হওয়াতে ছোট্ট ইমন ধরেছে সংসারের হাল। প্রতি নিয়ত তাকে অন্যের ক্ষেতে কাজে যেতে হচ্ছে। দিন শেষে যা আয় করছে, তাতেই চলছে ইমনদের সংসার।

 

মেধাবী মুখ ইমন যদি কোন দানশীল ব্যক্তির সহযোগীতা পায় তাহলে মানুষের মত মানুষ হতে পারবে এমনটিই বলছেন এলাকাবাসি। উপজেলার হুদাফতেপুর গ্রামের পত্রিকা পরিবেশক শফিকুল ইসলাম শফির একমাত্র ছেলে আরিফুজ্জামান ইমন। সরকার থেকে দেয়া টিনসেটের ছোট্ট ঘরে মা বাবা আর ছোট বোনকে নিয়ে ইমনের বসবাস। এবারের এসএসসি পরীক্ষায় স্থানীয় গরীবপুর আদর্শ বিদ্যাপিঠ থেকে মানবিক বিভাগে সাফল্যের সাথে এসএসসি পাশ করেছে। পাশ করার পরপরই উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে দেখা দেয় শংসয়। পিতা পত্রিকা পরিবেশক শফির ইচ্ছা ছিল ছেলে ইমনকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবে। কিন্তু পিতার হঠাৎ অসুস্থ্যতায় গোটা পরিবারে নেমে এসেছে অন্ধকার।

 

পড়ালেখা তো দুরের কথা কিভাবে চলবে সংসার সেই চিন্তায় ইমনের দিন যায় রাত আসে। সম্প্রতি কথা হয় আরিফুজ্জামান ইমনের সাথে, ইমন বলেন দারিদ্রতার সাথে লড়াই করে তার বেড়ে উঠা। বাবা শফিকুল ইসলাম শফি পত্রিকা পরিবেশক (হকার)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর