রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা সাহান আরা আবদুল্লাহ’র চেহলাম উপলক্ষে বিশেষ দোয় ও মোনাজাত অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ৪:৪২ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা সাহান আরা বেগমের চেহলাম উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার বাদ জুম্মা সাহান আরা আবদুল্লাহ’র আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী সাহান আরা আবদুল্লা’র চেহলাম উপলক্ষে তাঁর পারিবারিক উদ্যোগে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহন করেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন,

নারী জাগরণের পথ প্রদর্শক, দক্ষ সংগঠক, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ’৭৫ এর ১৫ আগস্ট কাল রাতের প্রত্য¶দর্শী ও সন্তান হারানো শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত বিশেষ দোয়া ও মোনাজাতে আরও উপস্থিত ছিলেন থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতসহ দলের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা। দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈসহ হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবী¶ণ কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী ও ’৭৫এর ১৫আগষ্ট ঘাতকের হাতে শহীদ সুকান্ত আবদুল্লাহ ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিসিআইসি’র পরিচালক মঈন আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আশিক আবদুল্লাহর মা, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ ৭২বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭জুন দিবাগত রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।দোয়া ও মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক। এসময় বিভিন্ন মসজিদের পেশ ইমামগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর