নিজস্ব প্রতিনিধি:
বৃহস্পতিবার বৃহত্তর সাতকানিয়া চরতী প্রবাসী কল্যাণ সমিতি আরব আমিরাত শাখার কমিটি গঠিত।সারজাহ বিএম ডব্লিউ মদিনা হোটেলে,সংযুক্ত আরব আমিরাতে অবস্হানরত সাতকানিয়া চরতী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন জনপ্রতিনিধি এবং সম্মানিত উপদেষ্টা পরিষদের উপস্হিতিতে এবং সবার সম্মতিতে উপরোক্ত কমিটি গঠিত হয়।আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইন বিভাগের সাবেক মেধাবী ছাত্র,বিশিষ্ট রাজনীতিবীদ,দক্ষিন চরতী মজিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক,বিদ্যাপীঠ কেজি স্কুলের প্রতিষ্টাতা,মজলুম ও নির্যাতিত ছাত্র নেতা, দক্ষিন চরতী,চৌধুরী বাড়ীর কৃতি সন্তান, ওয়াহিদুজ্জামান চৌধুরী ভাই বৃহত্তর চরতী প্রবাসী কল্যান সমিতি আরব আমিরাত শাখার সাধারন সম্পাদক মনোনীত হওয়ায় প্রানঢালা অভিনন্দন।।
আশা করি প্রবাসে অবস্থান করে চরতী ইউনিয়নের উন্নয়নে,সমাজ সেবায় নিজেকে উৎসর্গ করবেন। এবং সবার সম্মতিতে উপরোক্ত কমিটি গঠিত হয়।এতে উপস্থিত ছিলেনসাংগঠনিক সম্পাদক,সুমন কবির,দপ্তর সম্পাদক,মুস্তাফিজুর রহমান,সমাজ কল্যান সম্পাদক উমর ফারুক,ধর্ম বিষয়ক সম্পাদক নাছির হামিদ,দূর্যোক ও ত্রান বিষয়ক সম্পাদক।মো সুমন। প্রচার সম্পাদক রোকন উদ্দীন,প্রবাসী কল্যান সম্পাদক,আবদুল হামিদ প্রমুখ।