আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় আরও চার জনের করোনা আক্রান্তর খরব নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুন। হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুন বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় জানান, গত ২৪ ঘন্টায় উপজেলায় নতুন করে আরও দুই জনের করোনা পজেটিভ ফলাফর এসেছে। তিনি জানান, ৯জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছিল।
এর মধ্যে চার জনের ফলাফর পাওয়া গেছে। ওই চার জনের মধ্যে দুই জনের করোনা সনাক্ত হয়েছে। করোনা সনাক্তকারীরা হলেন মঙ্গলবার দুপুরে করোনায় আক্রান্ত হয়ে পয়সারহাট গ্রামে মারা যাওয়া ফকরুল হাসান এর ছেলে রায়হান (২০) ও একই বাড়ির হাকিম (৪৫)। এ পর্যন্ত উপজেলায় মোট করেনা আক্রান্তর স্যখ্যা দাড়িয়েছে ৩৩জনে, সুস্থ্য হয়েছেন ২০জন।