রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

ই-পেপার

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ১০:৪২ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো যশোর জেলা পুলিশের গত এপ্রিল, মে ও জুন মাসের মাসিক অপরাধসভা। যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম) এর সভাপতিত্বে উক্ত অপরাধসভা অনুষ্ঠিত হয়।
এ-সময় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনা করেন এবং বিভিন্ন প্রকার দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত সভায় আসন্ন ইদুল আযহা এবং ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সাধারণ মানুষ যেন থানায় এসে কাঙ্খিত সেবা পায় সে ব্যাপারে প্রতিটি থানার অফিসার ইনচার্জগণ কে বিষেশভাবে নির্দেশ প্রদান করেন। তিনি বলেন আমাদেরকে করোনাকালে জনগণকে সচেতন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ঠিক সহ জনগনের কাঙ্খিত সেবাটি দিয়ে যেতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার (অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম (পিপিএম) অতিঃ পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ,(পিপিএম) ক ‍‘‘সাকেল’’ যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার অতিঃ পুলিশ সুপার, (সদর), যশোর, জনাব সোয়েব আহমেদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল, যশোর, জনাব জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ‍‍‘‘নাভারণ’’ সার্কেল, যশোর, প্রতিটি থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, অফিসার ইনচার্জ ডিবি, আরওআই, ট্রাফিক প্রশাসন সহ জেলা পুলিশ যশোরের ঊর্ধতন কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর