স্টাফ রিপোর্টার:
সিরাজগন্জের চৌহালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ডাক্তার সহ ১৪ জন ষ্টাফ কোভিড-১৯ এর মহামারিতে আক্রান্ত থাকায় লকডাউন তুলে নিয়ে আজ সিমিত আকারে চিকিৎসাসেবা শুরু করেন হাসপাতাল কর্তৃপক্ষ। আজ ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে সিমিতভাবে চিকিৎসা সেবা শুরু করা হয়।
আজ হাসপাতাল লকডাউন এর ৩৬দিন। স্বাস্থ্যকমপ্লেক্স লকডাউন থাকায় বিপাকে ছিলেন এলাকার ভুক্তভোগী রোগীরা।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস,নদী ভাঙ্গন,বন্যা আতঙ্কে থমকে আছে গোটা বিশ্ব। এই মহামারী থেকে রক্ষা পেতে প্রস্তুতির কমতি নেই বাংলাদেশে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রাণপণ লড়াই করে যাচ্ছে সরকার।
করোনার প্রাদুর্ভাবে সারাদেশ যখন কার্যত স্থবির এবং কোন কোন এলাকায় চলছে লকডাউন, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে চৌহালীর বিভিন্ন স্থানে লকডাউন রয়েছে। এমন পরিস্থিতিতেও সিরাজগন্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১০ জুন ২০২০ কোভিড ১৯ এর প্রাদুর্ভারে লকডাউন ঘোষনা করা হয়। ডাক্টরসহ ১৪জন স্টাফ হোমকোঃ থাকায় থমকে গেছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। স্বাস্থ্যকমপ্লেক্সে নিজেই রোগী ফলে উপজেলা হাসপাতাল দীর্ঘ ৩৬ দিন ধরে লকডাউন। যমুনা বিধোত চৌহালী উপজেলার বিভিন্ন গ্রাম- গন্জ থেকে আগত রোগীরা চিকিৎসা সেবা নিতে এসে দেখে স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ। এমতাবস্থায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগী নিয়ে চিকিৎসা সেবায় চরম বিপাকে উপজেলার মানুষ।
হাসপাতালের অফিস কার্যক্রম চললেও বন্ধ চিকিৎসকসহ জন শুন্য। সদর হাসপাতাল লকডাউন ( বন্ধ) থাকায়। গোটা চৌহালী স্থবির হয়ে পরেছে। আজ লকডাউন উচ্ছেদ, দায়িত্ববান ডাক্তাররা ঘরমুখি থেকে কর্মস্থল মুখি, স্বচল হল স্বাস্থ্য কমপ্লেক্স, আজ থেকে স্বাস্থ্যসেবা পাবে এলাকার মানুষ। মানুষ মানুষের জন্য তাই সবদিক বিবেচনাকরে সিমিত আকারে খুলে দেওয়া হয়েছে চিকিৎসা সেবা বললেন, স্বাস্থ কমপ্লেক্সের ষ্টাফ মোঃইউসুব আলী।
দায়িত্বপ্রাপ্ত ডাঃ আব্দুল কাদের বলেন,দেশ আজ কোভিড ১৯ এর মহামারিতে মানুষ আজ ঘরমুখি এবং আমার হাসপাতালে ডাঃসহ ১৪ জন আক্রান্ত, এছাড়াও উপজেলার বিভিন্ন কমিউনিটিক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র,উপ স্বাস্থ্যসহ মোট আক্রান্তর সংখ্যা ৮৮জন। এরপরও সবদিক বিবেচনা ও অসহায় মানুষের দিকে তাকিয়ে আমাকে এগুরুত্বপুর্ণ পদক্ষেপ নিতে হচ্ছ। অনেক দিন পর হাসপাতাল খুলে চিকিৎসা সেবা চালু করায় এবং অব্যাহত রাখায় কর্তৃপক্ষকে ধন্যবাদসহ রোগীদের পাশে এগিয়ে আসুন, অসহায় মানুষকে সেবা প্রদান অব্যাহত এমনটাই প্রত্যাশা করছেন চৌহালীর সচেতন মহল।