রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন

ই-পেপার

বরিশাল কলেজের নাম নিয়ে দুই পক্ষের কর্মসূচি অব্যাহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ৫:৫৬ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত ও পরিবর্তনের দাবীতে দুই পক্ষের শান্তিপূর্ন কর্মসূচী পালন করা হয়েছে।বৃহস্পতিবার সকাল এগারোটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সরকারী বরিশাল কলেজকে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র নামে নাম করনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে নাম করণ বাস্তবায়ন কমিটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নাম করন বাস্তবায়ন কমিটি আহবায়ক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল।

লিখিত বক্তব্য পাঠে তিনি বলেন, মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে বরিশাল কলেজের নাম করনের জন্য কয়েক যুগ ধরে বরিশালের সর্বস্তরের মানুষ আন্দোলন করে আসছে। আন্দোলনের ধারাবাহিকতায় সরকারি বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে করে গেজেট নোটিফিকেশন জারি হওয়া এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, মহাত্মার বাসভবনে কলেজ প্রতিষ্ঠার পর থেকে বরিশালে অসা¤প্রদায়িক নাগরিকগন কলেজের নামকরন ‘মহাত্মা অশ্বিনী কুমার কলেজ’ করার দাবি জানালেও তৎকালীন মুসলিম লীগের সা¤প্রদায়িক নেতারা সেই দাবি অগ্রাহ্য করছেন। বর্তমান জেলা প্রশাসকের নিকট একই দাবি করা হলে বিষয়টি তদন্ত করে গত ফেব্রুয়ারী মাসে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রনালয়ে সুপারিশ পাঠানো হয়। ওই সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় নীতিগত ভাবে ইতিবাচক পদক্ষেপ গ্রহন করেন। তবে আমরা উদ্বেগজনক ভাবে লক্ষ করেছি একটি কুচক্রি মহল মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে সরকারি বরিশাল কলেজের নামকরনের বিরোধীতার অপতৎপরাতায় লিপ্ত হয়েছে। সংবাদ সম্মেলনে তারা এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে অতিদ্রুত সরকারি বরিশাল কলেজের নামকরন মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে করার প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানান। এছাড়াও আগামী রবিবার বরিশাল বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ে স্বারকলিপি দেয়ার ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, সদস্য সচিব সাইফুর রহমান মিরন, সমন্নয়ক স্নেহাংশু কুমার বিশ্বাস, অধ্যাপিকা শাহ সাজেদা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা আহবায়ক ইমরান হাবিব রুম্মন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, ওয়াকার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক একে আজাদ, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক দুলাল মজুমদার প্রমুখ।

অপরদিকে সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে দ্বিতীয় দিনে নগরীর সদর রোডে গণস্বাক্ষর কর্মসূচি শুরু পালন করে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর